অনেক বেশী ভুল পথ মাড়িয়েছি
ভুল মানুষের ভীড়ে তলিয়ে গেছি বারবার।
ভুল অংক কষে চলেছি অনর্গল।
আমার জন্য মহাকালের আবর্তনটাও
ভুল ছিল হয়তোবা!


ডারউইন, সার্ত্র, বিবর্তনবাদ সবটায় ভুল!
কার্লমাক্স ভুল, শেক্সপিয়ার ভুল,
রবীন্দ্রনাথ ভুল, শরৎবাবু ভুল, তুমিও ভুল!


তেমনি মুঠোফোনে ভুল বার্তা, ভুল প্রেম। এবং
মনুষ্যজাত ইতর শ্রেণীর বিরামহীন প্রসব চলছে!


অনেকটা সময় পেরিয়ে গেছি...
ভুল দর্শন! ভুল মানচিত্র!
অনেকগুলো বসন্ত কেটে গেল
আমার স্বপ্ন দেখাও ছিল ভুল।