কবিতার আকাশটা তোমাকে দিতে পারি
চাঁদ সূর্য নদী জল সব
তোমার অর্ঘ্যে এনে দিতে পারি
ফুল, পাখি, বন এমনকি বৃন্দাবন।


কুঞ্জবন চাইলেও খালি করে দিতে পারি
শালবন, কাশবন, ঝাঁউবন সব
শূন্য করে দিতে পারি। তুমি চাইলে
পৃথিবীর সব সুখ এনে দিতে পারি কবিতায়।


রাত ভোর হলে কবিতার সুখ উবে যাবে
আবেগী নেশা, কামনার দিশা ছুটবে
টুটবে স্বপ্নের ঘোর আড়মোড়া দিয়ে
শুনসান নীরবতা, বাস্তবতা নিরলস পড়ে থাকবে।


তার'চে বরং তুমি আমি শূণ্যে ভাসাই ভেলা
যার যার মত পড়ে থাক সব
সুখ,দুঃখ আর নিষ্ঠুর সব খেলা।