আবার হবে সেই দিন দেখা
      ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
          ক্রমিক-নংঃ ১৫১      
      
চলে যাচ্ছো তুমি?
যাও তবে। আটকাবো না তোমায়
সেদিন ফিরে এসো, কেমন।
সেদিন! সেটা আবার কোন দিন?

আজ থেকে অনেক বছর পরে
তোমার বয়স যখন আশির ঘন্ডি পার হবে
তোমার কৃষ্ণ কালো চুলে কাশফুলের সাদা আস্তরণ পড়বে।
চোখের সামনে শয়তান বসে কালো ফ্রেমে দু'কান ধরবে
আর হাতে একটা লাঠি থাকবে।
পড়নে ধবধবে সাদা বকের রঙ্গে শাড়ি থাকবে
হ্যাঁ সেই দিন। ঠিক আবার হবে সেই দিন দেখা।
সেদিন তুমি থাকবে শূন্য বুকে, আমার'ই মতো একা
তবুও অনেক সুখে। এই শিমুল বৃক্ষ তটে
রোজ তোমার জন্য এখানে অপেক্ষা করব।
সেদিন আসবে তুমি, দাড়াবে আমার সামনে..............


তারপর..................?


তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলবে তুমি
এই পাগল, দেখ।
আমি তোমার ডাকে সাড়া দিতে এসেছি আবার!
আমি তোমার পাগলী। আমাকে চিনতে পারছো না?


তারপর.........?


আমি নির্বাক চোখে, বিকালের শেষ আলোয় তাকিয়ে থাকবো
তোমার পানে, এক দৃষ্টিতে.....
অতঃপর দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে
ভাঙ্গা কন্ঠে দু'একটি প্রশ্নের সম্মখীন করবো তোমায়।


কি প্রশ্ন?


তেমন কিছু নয়, শুধু জানতে চাইবো
কেমন কাটলো এই দীর্ঘ জীবন, আমি হীনা?
এই দীর্ঘ জীবনে কোন এক মুহুর্ত কি আমার জন্য
তোমার বুকের বা'পাশটা নড়েচড়ে উঠেছে
অথবা তীব্র ভাবে শূন্যতা অনুভব করেছো?
হাজারো সুখের মাঝে, কখনো কি মনে হয়েছে
কিছু একটা যেনো নেই।
কিংবা কখনো কি কাজের ফাঁকে, আমায় ভেবে
তুমি আনমনা হয়েছো? অথবা কোন কোন মাঝ রাতে
অজানা কারণে তোমার ঘুম ভেঙ্গে যেতো?
অতঃপর তুমি নির্বাক.......


রচনাকালঃ ১৭--০৩--২০১৭ইং