সে অনেক দিন আগের কথা
কোন এক রাত-দুপুরে হাপিতোশ করে
খুন করেছো রঙ্গীন স্বপ্ন গুলো, মনের অজানতে
জানি না; কার কথা ভেবে কতটা ভালো থাকতে।


কি লাভ এতো এতো কষ্ট সহ্য করে
ভালো থাকতে পারবে কি?
কফিনের মধ্যে প্রিয় মুখটা দেখে।
বলতে কি পারবে আবার তুমি;
কেন এতো সুন্দর করে সেজেছো তুমি
কিনবা ঘুমান্ত অবস্থায় তোমায় দেখতে দারুণ লাগে।


চুরি হওয়া আকাশটা আর ভাল নেই একেবারে
যখন তখন ঘটতে পারে হৃদয়ের রক্তক্ষরণ!
হতেও পারে কোন এক মন খারাপের রাতে
বারান্দায় কফি হাতে, তোমায় আবার প্রয়োজন।


রচনাকালঃ ১৬ নভেম্বর ২০১৮ইং
(মিরিকপুর,ফলোয়ান-বাড়ী), লক্ষ্মীপুর।।