আঁধারের পৃথিবী
          ক্রমিক-নংঃ ২৪৩
     ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এখন নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পৃথিবীকে
সকল ব্যস্ততাকে পিছনে ফেলে, কর্মমুখী মানুষ গুলো
হাত-পা ছড়িয়ে ব্যস্ত এখন স্বপ্নলোকে, আগামী দিনের প্রত্যয়ে।
ধীরে ধীরে আঁধারের চাঁদর গাঁয়ে মেখে
অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আমাদের সেই চির চেনা পৃথিবী।
সবটায় জেনো, ধূসর পান্ডুলিপির শেষ অংশ বিশেষ
তবুও জীবনের উঠোনামা চলছে বরাংবার.....।।


ল্যাম্পপোস্টের মৃদু আলোয় পথ খুঁজে চলেছে অচেনা মুসাফির
কুকুর-বিড়াল গুলো পায়চারী করছে রাজপথ হতে প্রাচীর
শীতল বাতাসে ভেসে আসে, অভুক্ত শিশুর কান্নারস্বর
ছেঁড়া শাড়ির আচলে মুখ লুকিয়ে কাঁদে, হতভাগী মাতা তার
দারিদ্রতার সঙ্গে যুদ্ধ চলছে, হতভাগীর জনম-জনম ভর।।


রচনাকালঃ ১৩--০৯--২০১৭ইং
বাগবাড়ী,লক্ষ্মীপুর।