আধুনিকতা
       ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আধুনিকতা মানে নয়
                   অসভ্য নোংরামি,
আধুনিকতা মানে নয়
                   কপটতা ভন্ডামি।
আধুনিকতা মানে নয়
                   জোর পূর্বক গণ ধর্ষণ,
আধুনিকতা মানে নয়
                   অন্যের অধিকার অযথা হরণ।
আধুনিকতা মানে নয়
                   হত্যা রাহাজানি হানাহানি,
আধুনিকতা মানে নয়
                   রক্ত দিয়ে রাজপথে মাখামাখি।
আধুনিকতা মানে নয়
                   হিটলার মীরজাফরের ধরন,
আধুনিকতা মানে নয়
                   অন্যায়কে ন্যায় মেনে বরণ।
আধুনিকতা মানে নয়
                   জঙ্গীবাদী বলে মায়ের বুক খালি করা,
আধুনিকতা মানে নয়
                   ক্ষমতার অপব্যবহার করা।
আধুনিকতা মানে নয়
                   ছেঁড়া জামা-কাপড় পরিধান করা,
আধুনিকতা মানে নয়
                    গুরুজনকে অসম্মান করা।
আধুনিকতা মানে নয়
                   শাড়ির আঁচলে লাল-সবুজের পতাকা,
আধুনিকতা মানে নয়
                   যুবক-যুবতীর উশৃঙ্খল চলা ফেরা।
আধুনিকতা মানে নয়
                   বিশ্বাস নিয়ে খেলা করা,
আধুনিকতা মানে নয়
                   দিন-রাত নেশা ঘোরে ডুবে থাকা।
আধুনিকতা মানে নয়
                    পশ্চিমাদের অনুসরণ করা,
আধুনিকতা মানে নয়
                    নিরিহের প্রশ্বাস রুখে দেওয়া।
আধুনিকতা মানে নয়
                   ....................................................
                    
                    
রচনাকালঃ ১৩--০৫--২০১৬ইং
ক্রমিক নংঃ ৪৪