আজ তো আমি নেই
           ক্রমিক-নংঃ ২৬১...
      --- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ কার ডাক শোনার অপেক্ষায়
কর্ণজোড়া খাড়া করে রাখো সর্বদায়?
আজ কে এসে তোমার দিঘল কেশে
কোমল হস্তে হাত বোলায়।
আজও কি দক্ষিণা সমীরণ, ছুঁয়ে যায় খোলা চুল
বার-বার ঢেকে দেয় মায়াময়ী সেই মুখ।
আজ কোন সে লোক...? চুল গুলো সরিয়ে
সুখ খুঁজে পায়, দেখে মায়াময়ীর নিষ্পাপ মুখ........?
                         আজ তো আমি নেই!!
            
আজও তোমার পাশের চেয়ারটি
কার অবর্তমানে খালি পড়ে রয়?
আজও তোমার উন্মাদনায় মেঘ-বৃষ্টি
তারাও কি সঙ্গী হয়ে বয়!
আজ কে শোনে সেই নূপুরের নিক্কণ
আর ভাঙ্গা গলায় গান-গীতি
আজ কোন সে লোক...? পূর্ণ করে দেয়
পাগলামী কর অদ্ভুত বায়না গুলি.......?
                        আজ তো আমি নেই!!


আজ কার বুকেতে মাথা রেখে
একটু ভালবাসার সন্ধ্যান কর?
আজ কার চোখে চোখ রেখে
আগামী দিনের স্বপ্ন বুনো।
আজ কার হাতে হাত রেখে
সারাজীবন পাশে থাকার অঙ্গীকার কর
আজ আমার অবর্তমানে
কোন সে লোক...? খেয়াল রাখে তোমার
         হাঁসি ফোঁটায় তোমার মুখে........?
                       আজ তো আমি নেই!!


রচনাকালঃ২১--১১--২০১৭ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভালো লাগলে শেয়ার করবেন]