আমি পুরুষ
                ক্রমিক-নংঃ ২৫০
   ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


              আমি পুরুষ
কালের গহ্বরের মূল্যহীন এক প্রতিচ্ছবি
ফ্রেমে আটকে আছি, আজ বহুকাল।
কিছুটা হতাশা আর প্রত্যাশা বুকে নিয়ে
বেঁচে আছি, পাওনা না পাওয়ার মাঝে।।


               আমি পুরুষ
পেরিয়ে এসেছি জীবনের এক
                সু-দীর্ঘ পথ;
সময়টাকেও বাঁধতে পারিনি
      কূলের ছোট্ট নৌকোর মত
আমার বিপরীতে তাহা ছুটে চলেছে
প্রতিটি মুহুর্তে ক্রমশঃ আরও দ্রুত গতিতে।।


                 আমি পুরুষ
সমাজের স্বরচিত নিয়মের কাছে
শৃঙ্খলে হয়েছি আবদ্ধ, হেরেছি বার-বার
তবুও ভাঙ্গতে পারিনি বৈষম্যের দেয়াল।
করতে পারিনি নিজেকেও স্বাধীন
বরং স্বাীকার করে নিয়েছি, একের পর এক পরাধীন।

                 আমি পুরুষ
উন্মাদনার প্রশ্নে শিহরিত মন
শৃঙ্খলের এই শূন্য জীবনে
দেখিনি কোন দিবাস্বপ্ন, করিনি মিথ্যে আশা
দেখাইনি কাউকে মায়া-মমতা ভরসার প্রলবন।
নেই তো আর কারো তরে অবশিষ্ট কিছু এখন
আমি পুরুষ! কাটিয়ে এসেছি এক বিশাল তর কষ্টের জীবন......।।


                  আমি পুরুষ
আমাকে জন্ম থেকে কান্না গিলতে শেখানো হয়।
আমি পুরুষ, আমি জন্ম থেকে কঠোর এক সত্বতায়
গড়ে তুলি নিজেকে। প্রাকৃতিক সকল নিয়ম'কে পিছনে ফেলে।।
  
               আমি পুরুষ.........
        


রচনাকালঃ ২১--০৫-২০১৭ইং


[["মাষিক বাংলা আওয়াজ" এ প্রকাশিত]]