আমি সেই মেঘ
       ________শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমি সেই মেঘ..!
যে মেঘ বর্ষণ হবে বলে, আশায় বাঁচি
কোন একক্ষণে মাটির বুকে, আশ্রয় নিব আমি।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
এআকাশ হতে ওআকাশে উড়ি,
লোকে বলে, আমি নাকি নাটাই হীন ঘুড়ি।


আমি সেই মেঘ..!
যার কোন সঙ্গী নেই, যে কেবল একাকী
যারা ছিল তারাও আজ বিলিন।
বাষ্পীয় হয়ে ফিরে গেছে তারা নিলাম্বরে,
আবারও তারা বর্ষণ হতে চায় বলে।


আমি সেই মেঘ..!
যে সাঁইত্রিশ বছর অপেক্ষার পরেও
বর্ষণ হতে পারেনি।
বর্ষার পর বর্ষা গেল। নদীর কূলে
কাশফুলে পর কাশফুল বিছিয়ে গেল।


আমি সেই মেঘ..!
আমার ছায়া যার উপরে পড়েছে,
সে তো আমার মত, নিঃস্বঙ্গিনী হয়েছে।
লোকে তাকে অপয়া, অলক্ষ্মী বলে; গাল পেড়েছে।
কষ্টে তার হাসি মুখ মলিন হয়েছে, অশ্রু ঝরেছে।


আমি সেই মেঘ..!
যার জন্ম শুধু জমে থাকার জন্য
সে জন্য হয়তো জলরাশিও আমায় দেয়নি, প্রাধন্য।
আজো বর্ষণ হবার স্বপ্ন বুনি,
না জানি কত কাল থাকতে হবে শূন্যি।


আমি সেই মেঘ..!
যার কষ্টে কারো নয়ন ভিজেনি
ভিজেনি কারো মৌনাবলম্বী।
ঐ ভূবন হতে চিৎকার করে, আমায় কেউ ডাকেনি
তাই হয়তো এতকাল বর্ষণ হতে পারিনি,,,,,,,,,,
        


রচনাকালঃ ০৮--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৪১.