আমি শুনেছি
            ক্রমিক-নংঃ ২৫৬
   _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমি শুনেছি
যেদিন তোমায় হারিয়ে ছিলো পৃথিবী
ঠিক সেই দিন, ঠিক সেই ক্ষণে
আকাশ ছোঁয়ার ইচ্ছেটা হারিয়ে ফেলেছে শঙ্খচিল।।


আমি শুনেছি
সেই দিন রাতে ভূতভূতুমদের ডানা ঝাপটানো শব্দ
আর কামরাঙ্গার মুগডালে বসে থাকা,
কাকের কা-কা বির্বষ ধ্বনি।
ভোলতার ভূ-ভূ শব্দে চমচম করছিল আপাদামস্তক, ভোর হওয়ার অপেক্ষায়।।


আমি শুনেছি
নিয়মের সুতোয় বাঁধা মানুষ গুলো
সেই দিন সমস্ত ব্যস্ততা ভুলে।
ক'ফোঁটা জল ঝরিয়ে, রেখে এসেছিল তোমায়
মাটির ঘরে চিরনিদ্রায় সমাহিত করে।।


আমি শুনেছি
শেষবার চোখ ভোজার আগে
অনেকবার-ই দেখতে চেয়েছো আমায়
দুর্ভাগ্য তোমার আমি তখন,
         অন্য শহরের ব্যস্ত নাগরিক।।


রচনাকালঃ ০১--১১--২০১৭ইং