আমিও একদিন
                          ক্রমিক-নংঃ ৭৯
         ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমিও একদিন সাধারণ ছিলাম
সোজা সহজ-সরল ছিলাম,
বোকার মত কথা বলতাম
পাগলের মতো পাগলামীও করতাম
আমিও একদিন ভাল-ভদ্র শান্ত ছিলাম।


আমিও একদিন কবি ছিলাম
লিখব বলে দু'হাত
অনেকটা প্রসারিত করে ছিলাম
অজস্র নিশি ছিলাম জাগ্রত
কেননা, কবিতা তোমাকে বড্ড ভালবাসতাম।


আমিও একদিন ভাল ছিলাম
সবার চোখের মনি ছিলাম
সব সেরাদের একজন ছিলাম।
জীবন নদের মাঝে এসে
তোর অবহেলায় খারাপ-ইতর অসভ্য হলাম।


আমিও একদিন সত্যবাদী-বিশ্বাসি ছিলাম
হয়তো তোর ভালবাসা পাওয়ার অযোগ্য ছিলাম।
তোর জন্য সহস্র কাব্যও লিখেছিলাম
কেননা, আমিও একদিন প্রেমিক ছিলাম
আজ সে আমি তোর অবহেলায় হারিয়ে গেলাম।


রচনাকালঃ ২০--০৭--২০১৬ইং