আমিও কথা রাখব না
      ক্রমিক-নংঃ ২০০
    ___শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ছোট বেলায় এক বন্ধু
কোন এক অজানা কারণে
খাম-খেয়ালী বলল আমায়
তৈরী থাকিস কাল
তুই আমি ঘুরতে যাব
মেঘের রাজ্যে রাজহংসী চেপে।
সেই বন্ধু আর ফিরে এলোনা
সেই কালও বুঝি আর এলো না।
সেই বন্ধু কথা দিয়ে কথা রাখেনি।।


তখন আমি কৃষাণ
এক যুবা বন্ধু বলল আমায়
যাবি আমার সাথে
তুই আমি যাব ঐ দূরের পাহাড়ে
যেখানে অদি বাসীরা বাস করে।
আমরা তাদের জীবন বৈচিত্র্য দেখব
তাদের জীবনের উঠা-নামা দেখব।
তাদের আচার ঐতিহ্য দেখব
সেই বন্ধুর জন্য অনেক দিন অপেক্ষা করেও
তার দেখা পাইনি। পরে শুনেছি সে আর বেঁচে নেই.....
সেও কথা দিয়ে কথা রাখেনি।।


তার পরে ভাবছি যখন বিষণ্ণ মনে
কেন হারিয়ে গেল বন্ধু গুলো এভাবে
ঠিক তখনি, তুমি এলে। ক্ষণিকের পরিচয়ে
প্রিয় হতে প্রিয়জন হয়ে গেলে।
জানি না কি জানি সাত-পাঁচ ভেবে
কথা দিলে হাতে হাত রেখে
সঙ্গী হয়ে সারাজীবন থাকবে আমার পাশে।
তারপরঃ কি হল ঠিক বুঝে উঠতে পারিনি
দেখি তোমার হাত অন্য কারো হাত আঁকড়ে আছে
শেষে বুঝলাম। ঐ বন্ধুদের মত তুমিও কথা রাখনি
      কেউ কথা রাখেনি, আর তাই
        আমিও কোন কথা রাখব না।।


রচনাকালঃ ০৯--০৪--২০১৭ইং