আপাতত আমি ঠিক করেছি
      ক্রমিক-নংঃ ৩২৯.
          -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বেহায়া মনটাকে নিয়ে আছি বড্ড বিপদে
আপাতত আমি ঠিক করেছি।
এই মন আর কাউকে দিবো না
একাই থাকবো প্রয়োজনে, নিঃসঙ্গ এই জীবনে!


আমার অলস অবসরটুকু আমার'ই থাক
নিস্তব্ধ নিরবতায় তৃষ্ণার্ত এই দুপুর
যাচ্ছে যাক, অবেলায় মরে যাক।


বসন্তের কোকিল ডাকলে ডাকুক
না ডাকলে নাই, তাতে আমার কি!
আমি তো আর সদ্য-যৌবনে পা দেওয়া
সতেরো-আঠারো বছরের প্রাণবন্ত প্রেমিক নই।


আপাতত আমি ঠিক করেছি
কাউকে'ই আর ভালোবাসবো না।
উড়ে যাচ্ছে যাক অতিথি পাখির দল
তাতে আমার কি, আমি তো চির-নিষ্চল।


আমি মনের দরজায় দিয়েছি তালা
ফেলে দিলাম চাবি, অথৈ জলে।
এই মনের চৌকাঠ আর কাউকে
পেরতে দিবো না, কোনদিন কোনকালে।


আপাতত আমি ঠিক করেছি
শুধু আমি আমাকে'ই ভালোবাসবো।
হারিয়ে যাওয়া আমি'টারে
আবারও সযত্নে খুঁজে আনবো।


এক আকাশের নিচে দূর-দিগন্তে
একাকি পথ হেঁটে যাবো।
মাঝপথে যদি ছায়াও যায় সঙ্গ ছেড়ে
তাতে আমার কি, আমি যাবো শুধু এগিয়ে
       সামনের দিকে, নতুন কিছু করার প্রত্যয়ে।।


রচনাকালঃ ২৭শে এপ্রিল ২০১৯ইং
স্টুডিয়াম, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]