অসহায় মানবী
                                       ক্রমিক-নংঃ ৭৭
       _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


অসীম এ ধরার মাঝে
আমি এক অসহায় মানবী
অনেক কিছুই বলতে চাই
আজ এইক্ষণে তোমাদের আমি।


চার পাশে আমার
অজস্র হায়নার বসবাস
সুযোগ ফেলে করতে চায়
ওরা আমার সর্বনাশ।


আমি করতে পারি না চিৎকার
হায়; সমাজ দিবে আমায় ধিক্কার
যতই আসুক যন্ত্রণা লাঞ্চণা
মুখ বুঝে সহ্য ছাড়া
আর তো কোন উপায় থাকে না।


প্রতিবাদ ও করতে পারি না
কে জানে?
বেড়ে যায় যদি সংঘাত
লোকে যদি দেয় আমায়
দুশ্চরিত্রের ভয়ানক অপবাদ!


উৎসবে আমাকে করা হয় বিবস্ত্র
স্পর্শ করে নোংরা হাত
গিলে খায় নোংরা চোখ
আমার হাত-পা যে শিকড়ে বাঁধা
আমি যে এক অসহায় মানবী
শোন তোমাদের বলছি আমার কষ্ট গুলি...।।


শাস্তির দাবিতে রাজপথে নামিলে
আমাকে করা হয় আঘাত
নেয্য অধিকার চাইলে আমার
বেঁধে মারে পা-হাত।


ঘরে নই বাহিরেও নই
তবে কোথায় নিরাপদ আমি....?
হারিয়ে ফেলেছি বেঁচে থাকার
সকল আশা-ভরসা সম্ভবনাই
আমি যে এক অসহায় মানবী......।।


রচনাকালঃ ০৭--০৭--২০১৬ইং