আত্মীক-পাথর্ক্য
       ক্রমিক-নংঃ ২৩৮
    _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তোমরা কি ভাই আমাদের কে
মানুষ ভাবো না
তোমাদের মত আমাদের ও
আছে হাত-পা।


রক্ত মাংসের দেহ তোমাদের
আমাদেরও তাই
তবে কেন এতো বৈষম্য
একটু জানতে চাই?


যেমন করে তোমরা এসেছিলে
উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে পৃথিবীতে
আমারও তেমন করে এসেছি
কোন এক মায়ের কোলে।


তোমাদের যেমন ফিরে যেতে হবে
সাড়ে তিনহাত মাটির ঘরে
সাদা কাপড় সুরমা-আতর মেখে
আমাদেরও তাই, তবে কেন এতো পার্থক্য
তোমাদের কাছে আবারও জানতে চাই।


আমরা না হয় মূর্খ মানুষ, করি চাষবাস
স্কুলের গন্ডি পার হতে পারিনি
আঁকড়ে ছিলো অভাবের দাস।
তোমরা তো জ্ঞানে-গুণে, শিক্ষায়-দিক্ষায় হলে সেরা
তবে মানুষে মানুষে পার্থক্য সৃষ্টি কর কেবা?


স্কুলেতে পড়েছিলাম
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই
তবে কেন এতো পার্থক্য, এতো বৈষম্য
তোমাদের কাছে জানতে চাই।


তোমরা থাকো যে পৃথিবীতে
যে আকাশের তলে
আমরাও থাকি সেই পৃথিবীতে
সেই আকাশের তলে।
তবে কেন এতো নির্যাতন
সইতে হয় আমাদের কে?


কে দিবে এর উত্তর? কে দিবে মুক্তি
কে গড়বে এমন সমাজ
যেখানে থাকবে না
জাত-পাতের পার্থক্য কিংবা ভেদাভেদ আর।


[ভুল-ত্রুটি কিংবা যেকোন ধরনের মতামত জানাবেন]


রচনাকালঃ ০৭--০৮--২০১৭ইং