বাবা নেই__২
             ক্রমিক-নংঃ ১৮৫
     ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


যখন মনে পড়ে বাবা তোমাকে
দু'নয়ন ভিজে যায়, লোনা জলে।
কেন তুমি না বলে হারিয়ে গেলে
এতো কি  প্রয়োজন ছিল
চলে গেলে কেন না বলে.....?


সবাইকে দিলে তুমি
অকূল দরিয়ায় ভাসিয়ে
আজও আমি তোমায় খুঁজি
প্রতিটি ক্ষণে-ক্ষণে।


বাবা তোমার মতন আমায়
কেউ করে না আদর যত্ন
কেউ তো ডাকে না আর আমায়
মানিক সোনা রত্ন।


বাবা তোমায় অনেক বেশি
ভালবাসতাম আমি
সারাজনম পাইনি গো কাছে
হয়েছিলে দূর-প্রবাসী।
বাবা তোমায় ডাকার স্বাদ মিটেনি
তার আগে কেন অবেলায় বিদায় নিলে তুমি.....?


রচনাকালঃ ০৫--০৪--২০১৬ইং