বাবা তুমি কোথায় গেলে
এভুবনে আমায় একা ফেলে,
ঘুমের ঘোরে আপন মনে
সদায় তোমার ডাক শুনি
কেন চলে গেলে না বলে
বলবে কি আমায় তুমি?


কত লোকেই তো বৃদ্ধ হয়
বছরের পর বছর বিছনায়ও পড়ে রয়।
ভাবলে এসব বুকের ভিতরটা জ্বলে যায়
বলো বাবা, কেন তুমি চলে গেলে অবেলায়?


বাবা তোমায় দেখে স্বাদ মিটেনি
তুমি তো ছিলে দূর-------প্রবাসী,
মনের মাঝে কত ব্যথা, কত যন্ত্রণা
সে কি জানো তুমি?


খুব বেশি কাছে পাইনি কখনো তোমায়
থাকতে তুমি দূরে দূরে নানান ব্যস্ততায়,
তবুও তুমি সর্বদায় ডাকতে আমায় আব্বু আব্বু বলে
আজ লোকে ডাকে আমায় এতিম-অসহায় বলে।।


রচনাকালঃ ০৬--০৩--২০১৬ইং


[প্রিয় বাবার স্মরণে.......]