পাখিদের শেষ আশ্রয়'টুকু গিয়েছে ভিজে
ফুটপাতে শুয়ে রাত্রি কাটানো মানুষ গুলো
নিশ্চিন্তে সেথায় থাকবে কেমন করে?
বৃষ্টি সে তো তোমার আমার কাছে
ভালবাসা, ভাল লাগার এক মধুর মুহুর্ত
ব্যস্ত জীবনের ক্ষাণিক অবসর।


বিপরীতে দিন আনে দিন খায়
অসহায় মানুষ গুলো কর্মের অভাবে চিন্তিত
কি করে দু'বেলা খাবার জোটায়?
সুস্থ শরীর অসুস্থ হবে জেনেও
কেউ কেউ বৃষ্টিতে ভিজে টানছে রিক্সা-মাল গাড়ি,
উদ্দেশ্য একটাই যেনো পরিবারের মুখে
দু'বেলা দু'মুঠো খাবার তুলে দিতে পারি।


রচনাকালঃ ১০শে নভেম্বরের ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]