ভাঙ্গা-গড়ার জীবন
            ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
         ক্রমিক-নংঃ ১৫২      
    
তার ছেড়া সেই গিটার'টাতে
লাগছে না আর সুর,
মনের ঘরে তাড়া করে
মধ্য প্রহর রাত-দুপুর।

ভেঙ্গে গেছে মনপুরাটা
টানা হিছড়ার মাঝে,
রোজ সকালে তানপুরাটা
ভাঙ্গা কন্ঠে বাজে।


ভাঙ্গা  গড়ার এ সংসারে
তুমি কাঠের পুতুল,
তোমায় নিয়ে করছে খেলা
অচিন নদীর কূল।


রচনাকালঃ ১৮--০৩--২০১৭ইং
ফার্মগেট, ঢাকা।