বেঁচে আছি
           ক্রমিক-নংঃ ১৮৯
  _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমার কবিতায় জানি দিবে না সাড়া
তবুও লেখা থেমে রবে না "অস্মিতা"...
হঠাৎ মনে ঝড় উঠেছে
অজানায় পাগল মন কেঁদেছে।
তুমি হাসতে পারো
অবহেলা আমায় করতে পারো
আবার বলতেও পারো পাগল।
তাতে কিছু যায় আসে না
আমি তো তোমায় পর ভাবি না।
কিছুটা লেখা প্রিয় তোমার বিপরীতে
জানি ওসব লেখা পড়ে রাগ হয় বড্ড বেশি
যতই কিছু করো তুমি কিনবা বলো তুমি
তোমায় ভালবেসে তো, আজও বেঁচে আছি।।


রচনাকালঃ ১৮--০৪--২০১৬ইং