ব্যর্থ আমি
      ক্রমিক-নংঃ ২৯৫
     ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কালো মোটা চশমার ফ্রেমে অষ্টপদীরা বুনেছে জাল
দূর-দিগন্তে সমুদ্রের ছাঁয়াপথে, তমাট অন্ধকার।
ধূসরিত ভূ-খন্ড, চন্দ্রবিন্দুর সাদা সুতোয়
সাঁজিয়েছে ওরা স্বপ্নের মায়াজাল।


অনেক বার দেখেছি তাদের দূর হতে, ব্যর্থতার পরেও
বার-বার উঠে দাঁড়ানোর স্বচ্ছ সেই প্রতিচ্ছবি।
                   আর আমি...?
দ্বিতীয় বার উঠে দাঁড়ানোর কোন চেষ্টাই করিনি
       সত্যি আমি ব্যর্থ, ব্যর্থ আমার ইচ্ছেশক্তি...।


আমিও তো চাইলে পারতাম কর্ম দক্ষতায়
নিজেকে যোগ্য সফল করে তুলতে,
তবে কেন মিছে পড়েছি গলে ব্যর্থতার মালা
সে উত্তর নিশ্চয় আছে তোমার জানা
তবে কেন রটাও আমার ব্যর্থতার কথা,প্রিয় "অরচিতা"!
    
রচনাকালঃ ০৬--০৯--২০১৮ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।