ব‍্যস্ততা বুঝি মানুষকে আড়াল করে দেয়,
নাকি সেই নামেই চলে অবহেলার ছলে কেয়া ব‍্যথা সয়।
যত কথা, যত দাবি, সবই হয় নিস্প্রভ এক সময়,
কারও জীবনে হয়ত আমি, আজ শুধুই এক গল্পসয়।

শুধু কি ব্যস্ততা?
নাকি ইচ্ছে করে ভুলে যাওয়া,
মনের ভেতর জমে থাকা নিঃশব্দ কোন চাওয়া?
অনেকবার ডেকেছি, বলেছি কথা,
তবুও কেমন যেন দুরুদুরু এক ফাঁকা সত্তা।

জানি, ব্যস্ত জীবন—নিয়মহীন এক পথ,
তবু যে ভালোবাসা—সে কি হারায় একটুখানি কথায়-ভ্রান্ত?
তাই বলি, যদি এই ব্যস্ততাই হয় অবহেলার নাম,
তবে থাকুক সে নিজের দুনিয়ায়,
আমি একেলাই ভালো থাকি প্রতিদিন-প্রাণ!