বিষাক্ত সমাজ
      ✍️শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
        ক্রমিক-নংঃ ৩৬৩


আমি ন্যায়ের পূজারি
সত্যকে ভীষণ ভালবাসি।
নিরীহমানুষের রক্ত চোষা সাধু-ধনবান
এখনো সময় আছে, হও সাবধান।


মজলুম জুলুম বাজদের হাত থেকে
অন্তঃরালে লুকিয়ে রেখেছি ভাইটাকে।
হিংস্র জানোয়ারের হাত থেকে
বাঁচাতে উদ্বিগন্ন থাকি বোনটাকে।


প্রায়শ শুণী সমভ্রম হারা নারীর আত্ম-চিৎকার
কি এক অবস্থা এ সমাজের, জানাই ধিক্কার।
প্রশাষণের চোখে কালো কাপড়
কি নিবে দায়, করবে বিচার?


আমি ন্যায়কে স্বাগত জানাই
ভাঙ্গতে চাই সমাজস্বীকৃত অযোগ্য অহংকার!
আমি প্রতিষ্ঠিত করতে চাই ন্যায়
রুখে দিতে চাই, ব্যস্ত সমাজের সব অন্যায়।


রচনাকালঃ ২২শে সেপ্টেম্বর ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


বিঃদ্রঃযেকোন ভুল-ত্রুটি নজরে পড়লে অবশ্যই জানাবেন।