বিশ্বাস কর আর নাইবা কর
        ক্রমিক-নংঃ ২০৮  
____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
আমি তোমাকে ভালবাসি
শুধু তোমারি জন্য আজও প্রহর গুণি
যেভাবে পরিক্ষার্থীরা সময় গুণে।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
তোমার স্থান আজও কাউকে দিতে পারিনি
কেননা, তোমার মত কোমল প্রাণ খুঁজে পাইনি।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
এই হৃদয়ের সবটুকু চাওয়া পাওয়া দিয়ে
আমি শুধু চেয়েছিলাম তোমায়।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
তোমায় নিয়ে আজও স্বপ্নের জাল বুনি
গভীর নিশিতে তোমারি নূপুরের শব্দ শুনি।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
আজও হাজার লোকের ভিড়ে
তোমাকে খুঁজে বেড়ায়।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
তুমি আসবে ভেবে আজও প্রহর গুণি
মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে, আকাশের তারা গুণি।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
মাঝে মধ্যে আকাশ দেখি
আর নিজেকে শান্তনা দি, এই বলে
তুমি আমি তো একই আকাশের তলে থাকি।


তুমি বিশ্বাস কর আর নাইবা কর
সে তোমার ইচ্ছে, সত্যি তো এটাই
তোমায় আজও ভিষণ ভালবাসি।


রচনাকালঃ১৭--০৭--২০১৫ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]