বন্ধ মুখ
         ক্রমিক-নংঃ ১৮৭
   ___শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কত জনে মনে মনে
কত কি ভাবছে
সুযোগ ফেলে ইচ্ছে মতো
তোমার-আমার ক্ষতি সাধন করছে।


তোমার শরির আছে, মন আছে
আছে চলার শক্তি
সত্য কথা বলতে গেলে
তবে ভয়ে কেন বন্ধ মুখটি?


বল, এভাবে আর কত কাল?
চেয়ে চেয়ে দেখিবে শুধু অন্যায়-অনিয়ম
তোমাদের মনে কি বিন্দু পরিমান ক্রোধ
আজও জাগ্রত হয় নাই?


কেন লাগিয়ে রেখেছো সত্যের মুখে তালা
কিসের ভয়ে খুলছিস না মুখ। বল, সালা।
বল ভীতুর দল, এভাবে আর চলবে কতকাল
তোমরা ঘুরে দাঁড়াও শুধু একটি বার
বদলে যাবে তোমার-আমার পৃথিবীটা সবার।।


রচনাকালঃ ০৬--০৪--২০১৭ইং