বন্ধু
          ক্রমিক-নংঃ ২০৬
          ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বন্ধুরে তুই কি ছিলিস
ছোট্ট এই জীবনে
মনে পড়ে তোকে বারে-বারে
প্রতিটি ক্ষণে ক্ষণে।


তোকে ছাড়া আজ আমি
বন্ধু বড্ড একা
জানি না আর কোন দিন
পাব কি তোর দেখা?


সকাল বেলায় চায়ের দোকানে
গল্প-আড্ডা হতো বেশ জমিয়ে
দুপুর বেলায় দিঘির জলে
চলতো প্রতিযোগিতা,
কে আগে ওপাড়ে যাবে।


বিকাল বেলায় খেলার মাঠে  
আর সন্ধ্যা নামলে দাবার বোর্ডে
চলতো বুদ্ধির লড়াই বেশ
সে আজ শুধুই স্মৃতি
তাই আজ বন্ধুকে তোকে
সবর্দায় সর্বক্ষণে খুঁজি।


বন্ধুরে তুই ভাল থাকিস
সুখে থাকিস করি কামনা
নতুন কিছু বন্ধু পেয়ে,
আমাকে ভুলে যাস না।


বন্ধু তোকে বড্ড বেশি
স্মরণ করি আমি
একা একা থাকিস দূর-দেশে,
করিস না পাগলামী।
  


রচনাকালঃ ২৪--০৪--২০১৭ইং