বঙ্গবন্ধু
       -✍🏿শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
      ক্রমিক-নংঃ ৩৮৬.


১৯২০সালের ১৭ই মার্চ তুমি এলে
পরাজয়ী বাংলাকে স্বাধীনতা দিতে,
সায়েরা খাতুনের কোল আলোকিত করে
বাঙ্গালী জাতির মুক্তির সনদ হয়ে।


একের পর এক করেছো সংগ্রাম
কখনো হয়েছো দিনের পর দিন কারাবন্দী,
তোমাকে দমাতে না জানি ঘাতক বাহিনী
প্রকাশ্যে সঙ্গোপনে এটেছিলো কতশত ফন্দী।


বায়ান্নের ভাষা আন্দোলন থেকে ছয়দফা
তোমাকে ঘিরে ছিল, বাঙ্গালীর প্রথম স্বপ্ন দেখা।
ঊনসত্তের গণঅভ্যুত্থান হতে একাত্তরের স্বাধীনতা
তাতে বাঙ্গালী জাতি পেল; নতুন দেশ, নতুন পতাকা।


ঊনিশ'শ পঁচাত্তরে এসে বিভীষণ বেশে
ঘাতক বাহিনী চালালো ছোরা,
রুখতে বাঙ্গালী জাতির সুদিন
করলো হত্যা সহ পরিবারে শিশু হতে প্রবীণ।


জেনে রাখো ঘাতকের দল
কর্মফল দিনে-দিনে অধিবর্ষে বর্ষে হয়েছে জমা
হে-জাতির জনক; বলছি তোমায়
তোমার ঘাতকদের বাঙ্গালি জাতি করবে না ক্ষমা।


পদ্মা মেঘনা যমুনা যতদিন বহমান
ততদিন স্বাধীন বাঙ্গলার আকাশে
উজ্জল নক্ষত্র হয়ে রবে তুমি
হে-জাতির জনক; বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।


রচনাকালঃ ১৭ই মার্চ ২০২০ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।