বয়ঃসন্ধির-প্রেম
        ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
           ক্রমিক-নংঃ ১৫০
    
বয়সটা আর কত হল?
আমার সবে পনেরো ষোল
মুখে সবে খোঁচা খোঁচা
কালছে রঙ্গের হালকা গোঁফ।


তোমার তেরো কি চৌদ্দ
সবে তোমার বুকটা একটু উঁচু,
এখন দু'জনের বয়ঃসন্ধি!
চলছে পিছু পিছু।


অবুঝ মন শুনেনি কথা
বলেছি তাকে, নিবনা ব্যথা।
তবুও মনের কোণে, আঁকিবুঁকি
কাটে, প্রেম ভালবাসা সারাক্ষণ।


অবেলায় অবুঝ দু'টি মনে
উঠল প্রেমের ঝড়,
তুমি আমি এক হবো
প্রতিজ্ঞা ছিল নিশ্চল।


শয়নে-স্বপনে, মনের কোণে
আবেগের তোড়ে, বাঁধলে বাহুডোরে
কোন শিহরণে, বাদলও দিনে।
রঙধনুর সাত রঙে, সব'ই যেনো সর্ষে ফুল!


হঠাৎ তুমি শূন্যতায়!
কেমন জানি মিলিয়ে গেলে
কোথায় যেনো হারালে
যৌগিক নিয়ম ভঙ্গ করে।


আজ হয়তো তুমি
অন্য কারো প্রিয়সী,
হয়তো নবজাতকের জননী।
আর আমার কাছে, না থাক,,,,,,,,,,


আর কোথায় সেই আমি!
শুধু বয়সটা ঢের বেড়েছে
কিন্তু মনটা আজও তোমায়
নিরবে ভালবেসে জল ফেলছে,,,,,,।।


রচনাকালঃ ১৭--১১--২০১৬ইং