চলো দেশ গড়ি
          ক্রমিক-নংঃ ২৬৫
     __ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এসো হে তরুণ-তরুণী, লাল-সবুজের রঙ্গে
চলো স্বপ্ন গুলোকে রঙ্গীন করি।
চলো কারো সফলতায়, হই উৎসাহিত-অনুপ্রানীত
চলো হাতে হাত রেখে সাম্যের গান ধরি
চলো সোনার বাংলাকে বুকের মাঝে সযত্নে লালন করি।।


এসো হে তরুণ-তরুণী, ব্যর্থতার সকল হিসেব ভুলে
চলো এগিয়ে যাই। পাওয়া না পাওয়ার ভাবনাকে পিছনে ফেলে।
চলো সাধ্যমত দাড়াই অসহায় মানুষের পাশে
চলো কানে মুখে বলে যাই, এক দফায় এক বাণী
চলো সোনার বাংলার প্রত্যয়ে আগামীর স্বপ্ন বুনি।।


এসো হে তরুণ-তরুণী, শাপলা-শালুকের দেশটাকে ভালবেসে
চলো ফিরে আসি মাটির টানে, নাড়ির টানে রূপসী বাংলায়।
চলো হাসি ফোঁটায় সমগ্র পৃথিবী জুড়ে
চলো তারুণ্যের জোয়ারে ভাসাবো এদেশ
চলো ভালবাসি তোমার আমার প্রিয় বাংলাদেশ।।


রচনাকালঃ ৩০--১১--২০১৭ইং
বাগবাড়ী,লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভালো লাগলে শেয়ার করবেন।]