চলে গেলে
               ক্রমিক-নংঃ ১৮৬
     ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


যখন তুমি চলে গেলে, এজীবন থেকে
এক মুহুর্তে সব কিছু যেন আমার বিপরীতে
সব কিছু বদলে গেলো সময়ের অকপটে।
আগের মতো খোলা আকাশের তলে বসা
হাতে হাত ধরে অনেকটা পথ চুপিস্বরে হেঁটে চলা।
রোজ বিকালে তোমার পথ চেয়ে বসে থাকা
রোজই তোমার জন্য নতুন করে কিছু লেখা
কত জামিলাতে না ছিলাম আমি। তাই না?


তার জন্যই বুঝি মুক্তি দিয়ে, চোরের মত পালিয়ে গেলে
অন্য কারো জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিলে
আর আমি শুধু পথ চেয়ে অপেক্ষায় থাকলাম বসে।


আগের থেকে এক বিন্দুও বদলায়নি আমি
মনে হয় তোমায় আরও অনেক বেশি ভালবাসি।
এখানে-সেখানে সহস্র কাল খুঁজেছি আমি
কোথাও তোমার মত সোনার হরিনী খুঁজে পাইনি।
তাই তো বার-বার তোমায় ভালবাসি আর ফিরে আসি
তবুও তুমি অবহেলার পাত্র ভেবে, একা রেখে চলে গেলে
একবুক অভিমান সঙ্গে নিয়ে.....।।


রচনাকালঃ ০৬--০৪--২০১৫ইং