চন্দ্রবিন্দু
    ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
         ক্রমিক-নংঃ ১৪৭
          
মরিচিকার পিছনে ছুটতে ছুটতে
আজ বড্ড ক্লান্ত,
মাঝ-পথে গিয়ে বার-বার আমি
সত্যি হয়েছি বিভ্রান্ত।


কি ছিল আমার উদ্দেশ্য
কি করছি কর্ম?
রুক্ষ-সুক্ষ এক মলিন প্রাণ
জীবন হয়েছে কর্দম।


চীনের মহা-প্রাচীর ভেঙ্গেছে
নষ্ট হয়েছে রোম ভেবলিয়ান সভ্যতা!
কোথায় গেলে পাবো শান্তি?
পাবো কোথায় বৃক্ষ তরুলতা।


কোথায় গেলে পাবো স্বর্গদ্বার
কোথায় পাবো সুখ এক সিন্ধু
অবশেষে এসে, স্বর্গ দিল হেঁসে
এক ফলকে আমায় চন্দ্রবিন্দু।


রচনাকালঃ  ০২--০৬-- ২০১৬ইং