পাগল প্রেমিক
           ক্রমিক-নংঃ ৩২৫
     - শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


নিস্তব্ধ এই রাত বার-বার মনে করিয়ে দিচ্ছে
পেয়েও হারিয়ে ফেলা, সেই ভুলতে না পারা তোমাকে।
তার সাথে শিশুকাল হতে যৌবন কালের
প্রতিটি ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর ব্যর্থতার কথা।।


নিকোষ এই কালো পানিগুলো জানান দিচ্ছে
আমার চারপাশ জুড়ে রয়েছে কেবল
শূণ্যতা, শূন্যতা এবং শূণ্যতা।
          যা কখনো পূরন হওয়ার নয়!!


এই জীবনে মেয়ে মানুষ তো কম দেখলাম না
কই কারো চোখে তো আমার জন্য একটু প্রেম দেখিনি।
আমার সকল অপ্রাপ্তির মাঝে
        প্রাপ্তি বলতে ছিলে শুধুই "তুমি"!!


আর সেই তুমি হারিয়ে গেলে আমাকে আবারও
ব্যর্থ আর ভুল প্রমাণ করে,সত্যি আমি এক ব্যর্থ প্রেমিক।
শুধু এটুকুই বলবো, তোমাকে কখনোই বুঝাতে পারিনি
আমার ভালোবাসা ও ভালোবাসার গভীরতা।।


তবে আজীবন সদস্যের মতো
এক তরফা পাগল প্রেমিক হয়ে
ভালোবেসে যাবো তোমায়।
তোমার অগোচরে আড়ালে থেকে।।


রচনাকালঃ ৩১শে মার্চ ২০১৯ইং
লঞ্চঘাট, চাঁদপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]