ডায়েরির পাতা
         ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এখনো আছে সে নীল ডায়েরি
যেখানে তুই লিখতি,তোর স্বপ্নগুলি।
কিভাবে তুই বাঁচতে চাইতিস,তোর ইচ্ছে মত
তুই বিহনে এবুকেতে জমে আছে কত
কষ্ট নামক অগনিত হাজারটা ক্ষত।


তুই বিহনে কষ্ট পেয়ে পেয়ে হয়েছি জিন্দা লাশ
তোর জন্য সবাই আজ করছে পরিহাস
বেঁচে থেকেও মনে হয়,হয়ে গেছি বেদনার দাস।


যখনি দেখি তোর নীল ডায়েরির পাতা
ডুমরে কেঁদে উঠে পাজরের সব ব্যাথা,
চিৎকার করতে মন চায়, তবুও নেই উপায়
লোকে হয়তো ভুল বুঝে,অপবাদ দিবে তোমায়
আর তাই সব ব্যাথা নিরবে সহে যায়......।
          


রচনাকালঃ ২০--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৩৭