অদ্ভুত শহর
        ক্রমিক-নংঃ ২৪৬
      ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


শহর; সভ্যতার ক্রমবিকাশের এক বাস্তব চিত্র
যেখানে রোজ হয় নতুন কিছু উন্মোচিত।
যেখানে মা-মাটির মায়া ত্যাগ করে
একটু ভালো থাকার লক্ষ্যে পাড়ি জমায় হাজারও মানুষ।
অগণিত দুঃখ-কষ্টকে পিছনে ফেলে
দিনভর অঘোষিত যুদ্ধ করে বেড়ায়, এক মুষ্টি অন্নের খোঁজে।
পল্লী জীবনের বিরহের দিনগুলোকে, রাঙাতে চায়
রংধনুর সাত রঙে খুঁজতে থাকে নতুন ঠিকানা। বিপরীতে, ধীরে ধীরে দম বন্ধ হয়ে রোজ ঝরে পড়ে
পাপড়ির কোণে জমানো রঙিন স্বপ্ন।
সস্তা দরে বিক্রয় হয় মন খারাপের দিনগুলো
পার্কের বেঞ্চ কিংবা রাজপথের এলোমেলো পদক্ষেপে।
কখনো বা রাজপথের মাঝে ভিড় জমিয়ে
কেউ কেউ গল্প শোনায় তার ব্যর্থতার, নিঃসঙ্গতার।
শুধু একটু সহানুভূতি পাওয়ার আশায়।
স্টেশনে ক্ষাণিক বাদে বাদে শোনা যায়
ট্রেনের হুইসেল কিংবা পিতলের ঘন্টির সংকেত।
কখনো বা সাইরেন বাজিয়ে চলতে থাকে লাশের গাড়ি
এইভাবে রোজ চলতে থাকে, রঙিন শহরের দিনগুলি।
কতবার যে অচেনা হয়েছি, নিজেই নিজের কাছে
শক্ত হাতে বারান্দার গ্রীল ধরে, ভাসতে থাকি
স্মৃতির দূসর স্বপ্নিল রাজ্যে।
অতঃপর, বকু পকেটে জমিয়ে রাখি লোনা জল
এই অদ্ভুত শহর, চিৎকার দিয়ে বলে
                        ওরে মানুষ চলরে এবার চল.......।।


রচনাকালঃ ২০--০৯--২০১৭ইং
বাগবাড়ী,লক্ষ্মীপুর।