এই তো বৈশাখ
            ক্রমিক-নংঃ ১৮৮
      --- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কালবৈশাখী হোক অথবা শীত কুড়াক
কাঁচা আম লবন-মরিচে খাওয়া হোক বা না হোক।
লেখা হোক বা না হোক শতশত কবিতা
চোখের পলকে হারিয়ে যাবে
আমার তোমার, বাঙ্গালীর এক অনন্য স্বত্তা
এই তো বৈশাখ।।


বাঙ্গালীর নেই তো কোন ক্ষয়
মানি না মানব না, কোন পরাজয়।
প্রধান আকর্ষণ হাওয়াই-মিঠাই
আর নাগরদোলার চড়কিতে
যাব মোরা, সব দুঃখ বেদনা ভুলে
এই তো বৈশাখ।।


বার বার আসুক ফিরে এমন দিবস
যেন পাই মোরা, সুখের আনন্দ রস।
আসুক তাহা ফিরে ফিরে
সবাইকে জানাই শুভেচ্ছা অন্তনীরে
আহা এই তো বৈশাখ।।
          


রচনাকালঃ ১১--০৪--২০১৬ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।