গর্জে উঠো    
                                    ক্রমিক-নংঃ ৭৫
          ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কত দিন আর
                   রবে তুমি চুপটি করে
চেয়ে চেয়ে দেখিবে অন্যায়
                    বল; আর কত নিরব থেকে?
সব দেখেও বল দেখি নাই
                    অন্যায় কে আর কত দিবে ঠাঁই।
ওহে যুবক; তোমার কি মনের মাঝে
                    বিন্দু মাত্র ক্রোধ জাগ্রত হয় নাই।


তোমার সংলগ্নে হচ্ছে যুবতির লাঞ্চণা
ওহে যুবক; তুমি কি তার আর্তচিৎকার শুনতে পাচ্ছো না?
শুধু একবার, হাতের মুষ্টি বন্ধ করও
সিংহের মত গর্জে উঠো
বাঘের মত থাবা বসাও
ঐ নরপিশ্চাসদের ছিন্ন-ভিন্ন করে দাও।


তুমি তো বাংলার সন্তান
                 বীরের সন্তান
তবে কেন....?
সব অন্যায় সহ্য করে, ভীতুর মত বেঁচে রও?
ওহে যুবক; তুমি দেখিয়ে দাও
হাতের মুষ্টি বন্ধ করলে
অন্যায় সব আপনা-আপনি যাবে থেমে।


রচনাকালঃ ০৭--০৭--২০১৬ইং