হারানোর কিছু নেই
              ক্রমিক-নংঃ ২১৩
    ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ আমার হারানোর কিছুই নেই
কেবল আমাকে ছাড়া
এখন কেবল শুধুই অপেক্ষার পালা
কখন আসবে ডাক, প্রাণ পাখি কখন হবে ছাড়া।
পড়ে রবে শূন্য দেহ, চলে যাব মাটির ঘরে
এখন আমার অবশিষ্ট কিছুই নেই।।


এতক্ষণে যাদের ভেবে ছিলাম আপন
প্রিয় হতে প্রিয় জন, আত্মীয়-স্বজন
সময়ের স্রোতে বুঝিলাম আমি
ওরা সব লোক দেখানো বন্ধু-সুজন
এখন আমার আমি শুধুই আপন।।


যাদের হাতে রেখে হাত কাটিয়েছি অজস্র রাত
ভাবিনি কখনো আসবে এমন অনাকাঙ্ক্ষিত প্রভাত
জীবন তরীর কূলে এসে, উন্মোচন হলো রসহ্যের পর্দা
ডুবে গেল তরী আমার। কূল হতে কেউ তো আমায়
তুলে নিতে এলো না।
এখন আমি আমার ছাড়া অন্য কারো না।।


একে একে বন্ধু সুজন, আত্মীয় কুজন
হারিয়েছি সব। এতো দিন যাদের ভাবতাম আপন।
ভেবে ছিলাম আমি, পৃথিবীর সবাই ছেড়ে গেলেও
কখনো যাবে না তুমি। সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে
চলে গেলে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে, আমায় একা ফেলে।
এখন আমার হারানোর কিছু নেই
সত্যি আজ আর হারানোর কিছু নেই, আমাকে ছাড়া...।।


রচনাকালঃ ২৬--০৮--২০১৬ইং