হে-সমাজ
              ক্রমিক-নংঃ ১৬৮
     ----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


হে-সমাজ!
কেমন আছ তুমি?
খুব জানতে ইচ্ছে হয়। তুমি কি ভাল আছ!
তুমি কি ভাল রেখেছ, আমাদের সবাইকে?
তুমি কি সবাইকে তার অধিকার পায়িয়ে দিয়েছ?
সবাই কি নিজের মত করে বেঁচে আছে?
কোন অনিয়ম বিশৃঙ্খলা কি নেই আজ কারো মাঝে?
তোমাকে ঘিরে বেঁচে আছে, শত স্বপ্নের চোখ, একবুক বিশ্বাস।
কত আশা আরও কত না ভালবাসা। জানো কি তুমি তা?
তুমি আমাদের বাঁচতে শিখাও, শিখাও নিয়মবিধি
কেমন করে চলব আমরা, একজোটে যুগ হতে যুগ অবদি।
তুমি শিখাও আমাদের পর-উপকারিতা। অন্যের জন্য
নিজের সুখ বিসর্জন দিয়ে, বুঝিয়ে দাও এটাই মানবতা।
হে-সমাজ তুমি ধন্য,,,,,,,,,,,,,,ছিলে।


কিন্তু আজ আর পারি কৈ আমরা! বাঁচাতে সেই সমাজ।
ফিরিয়ে আনতে সেই কাল, যে সমাজ শান্তিতে শান্তিতে
শান্তির বাণী করিত প্রকাশ। সবাই তো স্বার্থের গন্ডিতে
আটকে গেছি, সে অনেক আগে। এক জোট কি করে
হতে হয়, ভুলে গেছি স্বাধীন হওয়ার পরে। আজ আমরা
ব্যক্তি স্বার্থরক্ষায় মৌনব্রত করেছি। ভুলে গেছি নিয়মবিধি।
ভুলে গেছি চলতে, ভুলে গেছি হাঁসতে, ভুলে গেছি বাঁচতে,
সমাজের কথা ভাবতে। ভুলে গেছি প্রাচীন ইতিহাস
পঞ্চাশ বছর আগেও আমরা, ছিলাম দাস।
আজ আর বেঁচে নেই, আমাদের সেই সোনার সমাজ।।


রচনাকালঃ ১৭--১০--২০১৬ইং