হবে না সঙ্গম
         ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
          ক্রমিক-নংঃ ৩৭৫.


শেষ বিকালে কোথা থেকে যেনো
উড়ে আসে জোড়াহীন এক বিধ্বস্ত শালিক;
আমার আঙ্গীনায় ভাঙা ডানায়, বর্ণহীন রুক্ষ পালকে
আমাদের মতো তারও হৃদয়টা বিরহে ষোলোআনা মলিন।


প্রত্যাশার সিঁকে ছিঁড়ে ফেলেছি বহুদিন আগে
খাঁচায় বন্ধী সুখ-পাখিটা'কেও বিদায় দিয়েছি তোমার'ই সাথে,
তবু কেন মিছেমিছি ভাবি! আবার দেখবো প্রদীপ
বসে মুখোমুখি; যদিও জানি নিভে গেছে বছরক্ষাণিক আগে।


প্রকৃতি হারিয়েছে নিজস্ব রং, স্বভাব পাল্টিয়েছে গিরগিটি
পাহাড়ি ঝর্ণাও ভুলতে বসেছে আড়মোড়া ভাঙা;
সমুদ্রের ঐপাড় থেকেই আসে অপূর্ণতার প্রতিধ্বনি।
জোাড়া হৃদয়ের ঘর্ষণে এখন আর ভূমিকম্প সৃষ্টি হয় না...!


আগাগোড়া তবুও কেন বেঁচে আছি ভীষণ আশায়!
কোনদিন কিংবা কোনকালে কি হবে আমাদের
অতৃপ্ত জোড়া হৃদয়ের সঙ্গম?হয়তো শেষ দেখা'টাও হবে না
হয়তো কেউ জানবে না, কারো শেষ বিদায়ের দিন।


বহুদিন ধরে হয় না আমাদের পোড়া হৃদয়ের কাঙ্ক্ষিত সঙ্গম
তবুও বেলা শেষে মাঝ-রাতে প্রায়শ মনে পড়ে যায় তোমাকে।
অথচ কেটে যাচ্ছে সময়; শেষদিনটাও এভাবেই কাটবে
হয়তো তোমাকে না দেখে দু'চোখ বুঝবো চরম হতাশায়।


রচনাকালঃ ০৭ ডিসেম্বর ২০১৯ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]