খুব ইচ্ছে ছিল শেষ বারের মত
আরেকটি বার তোকে দেখব।
মনের যত কথা সবটাই মন প্রাণ
উজাড় করে তোকে বলব।
কিন্তু কৃষাণীর চোখের
ঐ বৈশাখীর ধমকা হাওয়ায়
তুই যেন হারিয়ে গেলি চিরতরে।।


খুব ইচ্ছে ছিল কোথাও একটা
দু'জনে মুখামুখি বসবো।
অতপরঃ চায়ের কাপে কষ্টের অনলে পোড়া
ভাঙ্গা মনের ইতিহাস ভাগা-ভাগি করবো,
কিন্তু সেই বসাটা আর বুঝি হলো না।।


খুব ইচ্ছে ছিল তোর হাতে হাত রেখে
বাকি জীবনটা একসাথে কাটিয়ে দিব।
কিন্তু সেই ইচ্ছেটাই ইচ্ছেই রয়ে গেল,
জীবন নদের শেষ প্রান্তরেখায় এসে দেখি
আজ আমি বড্ড একা। তবুও কোন ভয় নেই।।


রচনাকালঃ ২১--১২--২০১৬ইং