জানি,কোন একদিন
সময়  বলে দিবে, আমার না বলা কথা গুলো
হয়তো সেই দিন । থাকবে না আমার কোন অস্তিত্ব
থাকব না আমি, তোমার গৃহে; তোমারি পাশে।
ছায়া হয়ে থাকব হয়তো,তোমারি জীবনবৃত্তে
কিংবা অদৃশ্য হয়ে রব, তোমারি নাকফুলের খাঁজে।


               জানি,কোন একদিন
আমার স্মৃতি গুলো অবচিত্তে করবে বিচরন
হয়তো মনে পড়বে। সেই ক্ষণে
তোমার-আমার যৌবনের রঙ্গীন কিছু মুহূর্ত
কিংবা হাঁসতে হাঁসতে দু'জনার গাঁয়ে গড়াগড়ি খাওয়া
অথবা,মনে করে কাঁদবে।একটি ক্ষুদে বার্তার অপেক্ষায়
রাতের পরে রাত,মুঠোফোনের দিকে একনজরে তাকিয়ে থাকা।


               জানি, কোন একদিন
আমাকে হারানোর ব্যথায় চটপট করবে তুমিও
লোনা জলে হয়তো ভেজাবে,শিমুল তুলোর বালিস
আমি হয়তো তখন,দূর আকাশে উড়তে থাকা রঙ্গীন ফানুস।


রচনাকালঃ ০৫--১১--২০১৭ইং
ক্রমিক নংঃ ২৫৭..