জানতে ইচ্ছে হয়
           ক্রমিক-নংঃ ২৬৭
         ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


সেই দিন যাদের কথা ভেবে
তুমি আমাকে ছেড়েছো
তোমার অস্তিত্ব হারিয়েছো
হারিয়েছো তোমার নিখুঁত ভালবাসা।
তারা কি তোমায় ভালো রেখেছে...?
যতটা ভালো আমি হয়তো
কখনোই রাখতে পারতাম না,
        খুব জানতে ইচ্ছে হয়।।


যে সুখ আর একটু শান্তিতে থাকার জন্য
অন্যের বুকে মাথা রাখলে আমাকে দূরে ঠেলে।
আজ কি সত্যি তুমি
সেই সুখ আর শান্তি পেয়েছো...?
             খুব জানতে ইচ্ছে হয়।।


নাকি ইচ্ছের ভুলে সময়ের মানষিক নির্যাতনে
ঝরিয়েছো বহুদিন ধরে সংগোপনে লোনা জল।
সবার মুখে হাসি ফোটাতে গিয়ে
আজ কেন তোমার মুখেই হাসি নেই?
আর কত দিন এভাবে ত্যাগ শিকার করে যাবে
       সত্যি খুব জানতে ইচ্ছে হয়।।


রচনাকালঃ ০৩--১২--২০১৭ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।