জীবনানন্দ
      ক্রমিক-নংঃ ২৯২..
       -----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


গাঙচিল আর বসে না হিজলের মুগডালে
সুরঞ্জনা আর গায় না গান, গোপন অভিসারে।
ধানসিঁড়ির আজ নামটাই আছে কেবল বেঁচে
নদীটা যে কবির সাথে, ওপাড়ে চলে গেছে।


অশ্বর্থের পাতা জমে হয় না সস্তুপ ঘাষের উপরে,
কাশফুল হারিয়েছে তার সাদা-সবুজ সৌন্দর্য
তবুও কবিতায় মনে পড়ে, প্রিয় কবি জীবনানন্দ।


শরৎের কাশবন ছেড়ে ইট-পাথরে ছেঁয়ে গেছে শহর
প্রকৃতিবাদীরা হারিয়েছে কালের গহ্বরে
কৃষাণীর ডগর চোখের তলে জ্বলসানো তমাট রঙ
তবুও কাব্য কথায় মনে পড়ে, প্রিয় কবি জীবনানন্দ আপনাকে।


রচনাকালঃ ০৪ সেপ্টেম্বর ২০১৮ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।