জননী                   ক্রমিক-নংঃ ৬৩


         _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


পল্লীতে থাকো তুমি পল্লীতে তোমার বসবাস
পল্লীর মাঝে ছাড়তে চাও, তোমার শেষ নিঃশ্বাস
কঠিন রোগে আক্রন্ত হলে আমি
সারা রাত জেগে আমার, সেবা করো তুমি।


জননী তুমি মোরে, করো একটু দোয়া
আমি যেন তোমার সামনে না হই বেপরোয়া
তোমার পদতলে আমার স্বর্গের ছায়া
তোমার মতো আমায় আর কে করিবে এতো মায়া।


তোমার মত আদুরিনী এজগতে নাই
তোমার মুখ দেখলে মা'গো শান্তি খুঁজে পাই
তোমার মত আপন আমার, আর তো কেউ নাই
তুমি দূরে থাকলে মা'গো, কলিজা পুড়ে ছাঁই।


কারণে-অকারণে তোমাকে করেছি কত অবহেলা
দিবা-রাত্রি আমার আশায়, কাটিয়ে দিতে বেলা
অনেক কষ্ট দিয়েছি তোমারে
মা'রে তুই ক্ষমা করে দিস, তোর অবুঝ ছেলেটারে।


মা'রে তুই আমার আগে যাস না যেন চলে
তুই চলে গেলে মা, থাকবো কেমন করে
তোকে আমি ভালবাসি আমার থেকে বেশি
তোর জন্য এভূবনও ছাড়তে আমি রাজি......।।


রচনাকালঃ ২৭--০৭--২০১৬ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।