জ্যোৎস্নাময়ী পাগলী
                                     ক্রমিক-নংঃ ৮৯
  
জ্যোৎস্নার আলো গাঁয়ে মেখে
জাগ্রত আমি সারা রাত,
মাঝে মাঝে পড়ছে মনে
পাগলী তোকে মধ্য রাত।


ভাবেছি আমি; যদি থাকতি
তুই, আমার হয়ে এরাতে,
সারা রাত গল্প হতো
তোর আর চন্দ্রিমার সাথে।


দুই চন্দ্রিমার মধ্যে পড়ে
হতাম আমি নিঃশেষ,
ভালই হতো জ্যোৎস্না রাতে
আমার হতো ইতিঃবেশ।


মাঝে মধ্য পাগলী তোকে
ছুঁয়ে দিতাম জ্যোৎস্নার পরশে,
ভালবেসে তোকে আঁকড়ে রাখতাম
এবুকের গহীনে হৃদকপাটে।


রচনাকালঃ ০৯--০৯--২০১৬ইং