কে তুমি মেয়ে
         ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
                ক্রমিক-নংঃ ১১২
  
সেদিন বৃষ্টি ছিল অঝর বৃষ্টি
সেই ঝরঝর বর্ষায়, কে তুমি এলে?
হঠাৎ সামনে দাড়ালে, মৌনতা ছুঁয়ে দিলে
বল; কে তুমি মেয়ে?
অবাক হয়ে নির্বাক নয়নে
তাকিয়ে ছিলাম, তোমার প্রাণে
আঁকিবুকি কেটে একদা
বললে তুমি, আপনাকে মনে হয় জানি।


বললাম, খানিক হেসে
আমাকে জানেন! সেটা কি করে?
অতঃপর বললে তুমি,
মনে যখন নেই আপনার
তবে আমার আর কি করার।
মনের মাঝে শতক প্রশ্ন জন্ম দিয়ে
বৃষ্টির সাথে তুমিও চলে গেলে,
জানা আর হলো না, কে তুমি মেয়ে?


রচনাকালঃ ২৬--১০--২০১৬ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]