বসন্তের জীবন-মিলন
            


শান্ত মন উদাসি হাওয়া
বইছে বসন্তের নব ছোয়া,
কৌকিল ডাকে গাছের ডালে
কদম ফোটে শাখে শাখে।


তার সাথে উড়ে চলে
একঝাক প্রজাপতির মেলা,
সেই মেলাতে গাঁ বাসব
আমি তুমি প্রিয়তমা।


দুঃখ যদি না থাকে
সুখ বুঝবে কিসে?
দুঃখ সুখের বেলা শেষে
থাকব আমরা মিশে।


বিদায় নিবে বসন্ত
আসব আবার হেমন্ত
তবুও প্রিয় তুমি আমার
যুগ যুগান্তর আমি তোমার।