খামখেয়ালী ভালবাসা
       ক্রমিক-নংঃ ২৮৬...
    
আমার এখন খুব বেশি ঘুম পায়
দু'চোখ মেলে পৃথিবীটাকে
দেখতে ইচ্ছে করে না।
কেন'ই বা করবে, বলো...?


যাকে ঘিরে আমার পৃথিবী
তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে,
আমি চাইলেও তাকে নিজের মাঝে
বাঁচিয়ে রাখতে পারছি না!
কি করে রাখবো বলো...?


যার ভেতটা পুড়ে ছাই হয়ে গেছে,
সেখানে যে তাকে মানায় না।
বরং প্রাণবন্ত কোন যুবকের হৃদয়ে
তোমাকে দিব্যি মানাবে!


জেনে রেখো; তার অস্তিত্ব
যেদিন আমার পৃথিবী থেকে
চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
সেই দিন এই ব্যথা ভরাক্রান্ত
হৃদয় মানবের অপমৃত্যু হবে!


তোমাকে কখনো বলা হয়ে উঠেনি
সে আর কেউ নয়, তুমি আমার "অবিশ্বাসী"!
আমাকে খুব বোকা মনে হচ্ছে, তাই না...?
ভাবছো বোকা ছেলেটা এতো ভালবাসে,
তবুও মুখ ফুটে কখনো বলতে পারলো না!


তোমাকে আমার করে পাবো বলে তো ভালবাসিনি
ভালবাসলেই যে নিজের করে পেতে হবে
এমন তো কোন কথা নেই!
আমার সকল আকুলতা শুধু তোমাকে ঘিরে,
তোমাকেই ঘিরে সকল স্বপ্ন দেখা, ভাললাগা ভালবাসা।


যাই হোক আমার কথা বাদ দাও।
আমি বলছি না, আমি তোমাকে অনেক অনেক ভালবাসি।
আমি হয়তো তোমাকে ভালবাসার মতো করে ভালবাসতে পারিনি!
তুমি বরং অন্য কারো হৃদয়ে স্থান করে নিও,
যে তোমাকে আমার থেকেও বেশি ভালবাসবে!


যার মাতাল করা হাসিতে তুমি হারিয়ে যাবে
যার চোখের গভীরতায় তুমি নিজেকে খুঁজে পাবে,
বরং তাকেই ভালোবেসো!
ভালবাসলে ভালবাসার মতো করেই ভালবেসো
হৃদয়ের লেনাদেনাটা আগে বুঝে নিও,
         পরে বাকী সবকিছুর কথা ভেবো।


আমি কি সব লিখছি তোমায়, পড়বে না জেনেও লিখছি
তবে কেন এসব অগোছালো কথা তোমাকে লিখছি।
আমি জানি না, আর জানতেও চাই না!
জানতে গেলে যে সময় ফুরিয়ে যাবে।
সময় ফুরিয়ে গেলে পাওয়া যায় না, বুঝলে "অস্মিতা"?


অবুঝ মনের কথাগুলো কাকে বলবো?
আমার মন খারাপের কথা, দীর্ঘ নিঃসঙ্গতা কার সাথে কাটাবো?
আজ আর এসব নিয়ে ভাবছি না।
ভাবনা শুধু এটুকু, তুমি ভালো থেকো।
যতটা ভাল থাকলে আমায় বেমালুম ভুলে যাওয়া সম্ভব।


আর লিখতে পারছি না, ঘুম চোখে ভালোবাসা
খুব কাছে চলে এসেছে আরও অনেক বলার ছিল!
বিষমিশ্রিত ব্যথারা আবার জেগে উঠেছে,
না বলায় রয়ে যাবে অনেক কথা।
তুমি ভালো থেকো, তোমার মতে করে।
এটুকুই চাইব খেমখেয়ালী প্রেমিক হয়ে তোমার তরে...।।


রচনাকালঃ ০৩-১১-২০১৮ইং
মিরিকপুর-লক্ষ্মীপুর।