কৃষাণীর-ভালবাসা
               ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বিগত বছরে ঠিক এই দিনে, হয়তো এই প্রহরে
বসেছিলাম তুমি আমি দু'জনে অনেকটা কাছাকাছি পাশাপাশি
তোমার পাগল করা এলোমেলো সুবাসিত চুলের আঁধারে
আমি হারিয়ে যেতে বসেছিলাম সেদিন.......
জীবন যেখানে মৃত্যুর সীমানির্দেশক,
ভালবাসা তো সেখানে
          কেবলি ঠাট্টা আর স্বপ্নময়ী ভ্রম........
তবুও আমি পিছপা হইনি কোনদিন-কোনকালে
শুধু এগিয়ে গিয়েছি সব ভুলে "পৃথিবী"তোমার পানে।।


দিনপঞ্জিকার হিসেব গননায় ভুল ছিলো না কারো
আর তো কিছু দিন, এই তো মাত্র কয়েকটি বছর !
তারপর,সমস্ত পাগলামী ছেড়ে সংসারিক সূত্র কষে
একবারে হারিয়ে যাব, কৃষাণি তোমার বুকে
তোমার জলসীমা রেখা একবারে মুছে দিয়ে
অভিযোগের বাক্সে ঝুলিয়ে দিব তালা
আর বলব,নে পাগলী এবার তোমার ভালবাসার পালা।।


রচনাকালঃ ১২ফেব্রুয়ারি ২০১৮ইং
ক্রমিক নংঃ ২৭৭।
স্থানঃ বাগবাড়ী,লক্ষ্মীপুর।