মেঘহীন যদি বৃষ্টি হতে পারে
তাহলে পাখনাহীন কেন,
   পিপিলিকা হতে পারে না?


চন্দ্রহীন যদি আকাশ হতে পারে
তাহলে সূর্যহীন কেন,
                সকাল হতে পারে না?


নীড়হীন যদি পাখি হতে পারে
তবে সমুদ্রহীন কেন,
               ঢেউ হতে পারে না?


মাঝিহীন যদি নৌকা চলতে পারে
তবে কোকিলহীন কেন
                  বসন্ত হতে পারে না?


মৌমাছিহীন যদি পরাগায়ন হতে পারে
তবে শরৎের কাশবনহীন কেন,
      আমাদের ছোট নদী হতে পারে না?


ঘুমহীন যদি চোখের পাতায় স্বপ্ন আসতে পারে
তবে স্বপ্ন কন্যা বলো,
            তুমিহীন কেন আমি বাঁচতে পারবো না?
                  


রচনাকালঃ ০২-০৯-২০১১ইং
ক্রমিক নংঃ ০৪।